• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আসছে “ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩”

প্রকাশিত: ১১:৫৯, ২৭ নভেম্বর ২০২৩

আপডেট: ১২:১৭, ২৭ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
আসছে “ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩”

সোমবার (২৭ নভেম্বর) ক্যাবিনেটে “ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩” নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। 

বাংলাভিশনকে তিনি বলেন, ডিজিটাল এই যুগে প্রতিনিয়ত প্রতিটি দেশিই কোন না কোন ভাবে সাইবার হামলার শিকার হচ্ছে, ফলে ব্যক্তি হারাচ্ছে ডেটা এবং প্রতিষ্ঠানসমুহের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই আর্ন্তজাতিক বিভিন্ন নিয়ম অনুসরণ করে আমরা ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়া তৈরি করেছি যা আজকে ক্যাবিনেট ডিভিশনে উপস্থাপন করা হবে। 

ইনফোসেক বুলেটিনের প্রতিবেদনে বলা হয়েছে, আইনটি তৈরিতে ২০২০ সাল থেকে কাজ করা হচ্ছে। বিভিন্ন ভাবে আইনটিকে যাচাই-বাছাই করে নীতিগত অনুমোদনের জন্য আইনটি ক্যাবিনেটে উপস্থাপন করা হচ্ছে। 

এই বিষয়ে দুপুর ২টায় একটি ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে। 

বিভি/ এসআই

মন্তব্য করুন: