গণমাধ্যমের মালিকদের কড়া বার্তা দিলেন তথ্য উপদেষ্টা নাহিদ

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমকর্মীদের সাথে মালিকপক্ষের দাসসুলভ আচরণ করার সুযোগ নেই।
সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদমাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিবিড়ভাবে পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকতায় এখন এক ধরনের হতাশা কাজ করছে বলেও জানান তিনি। এসময় সাংবাদিক সংগঠনগুলোকে সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
বিভি/টিটি
মন্তব্য করুন: