• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

দেশেই তৈরি রোবোটিক হাত পেলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত হারানো পাঁচ তরুণ

প্রকাশিত: ১৭:০৭, ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:৪২, ২২ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই হাত হারিয়েছেন। এরপর কাটিয়েছেন নিদারুন কষ্টের জীবন, হারিয়েছেন লালিত স্বপ্ন, জীবন কাটছে ভবিষ্যতের শঙ্কায়। একহাত না থাকার যে কী কষ্ট, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন এসব তরুন।  

তরুণদের দীর্ঘদিনের কষ্ট লাগবে তাদের পাশে দাড়িয়েছে বাংলাদেশের একমাত্র রোবটিক হাত উৎপাদনকারী প্রতিষ্ঠান রোবোলাইফ টেকনোলজিস। বৃহসপতিবার সকালে আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ জনের হাতে তুলে দেওয়া হয় রোবোটিক হাত। 

রোবোটিক হাত পেয়ে উচ্ছ্বসিত প্রকাশ করেন এসব তরুণ। তারা বলছেন, দেশের জন্য আত্মত্যাগের কাছে এমন কষ্ট কিছুই না। এই রোবোটিক হাত তাদের হাত না থাকার কষ্ট অনেকটাই লাঘব করবে বলে প্রত্যাশা তাদের। 

এখন পর্যন্ত প্রায় ৬০ জনের বেশি মানুষকে রোবটিক হাত সংযোজন করেছে রোবোলাইফ টেকনোলজিস এছাড়াও সৌদি আরব, মালয়েশিয়া, তুরস্ক, এবং ভারত সহ চারটি দেশে এই রোবটিক হাত ডেমো প্রোডাক্ট হিসেবে রপ্তানি করেছে এই প্রতিষ্ঠান। এই কাজের  জন্য বিশ্বের শীর্ষ ১০ তরুণ রোবট গবেষকের তালিকায় জায়গা করে নিয়েছেন রোবোলাইফ টেকনোলজিস এর ফাউন্ডার জয় বড়ুয়া লাভলু।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2