বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি কার্ভড ডিসপ্লের ফোন বাংলাদেশে

প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স দেশের বাজারে আনলো তাদের নতুন হট ৬০ সিরিজের স্মার্টফোন। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মডেল হলো হট ৬০ প্রো প্লাস, যার পুরুত্ব মাত্র ৫.৯৫ মিলিমিটার। এটি বিশ্বের সবচেয়ে পাতলা ৩ডি বাঁকানো পর্দার ফোন হিসেবে পরিচিত। এতে রয়েছে আকর্ষণীয় কার্ভড এজ অ্যামোলেড ডিসপ্লে, প্রায় বেজেল মুক্ত চমকপ্রদ ভিজ্যুয়াল উপস্থাপনা।
অন্যদিকে হট ৬০ প্রোর পুরুত্ব ৬.৬ মিলিমিটার এবং ১৭০ গ্রাম ওজনে স্টাইলিশ ফ্ল্যাট-এজ ডিজাইন নিয়ে এসেছে, যা দৃষ্টিনন্দন। টেকসইতার জন্য উভয় ফোনেই ব্যবহার করা হয়েছে কর্নিং® গরিলা® গ্লাস ৭আই, যা স্ক্র্যাচ ও দুর্ঘটনাজনিত আঘাতের বিরুদ্ধে অধিক সুরক্ষা দেয়।
ইনফিনিক্স হট সিরিজে যুক্ত করা হয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ফলে ভিডিও দেখা, গেম খেলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল বা ব্রাউজিংয়ের ক্ষেত্রে দেয় স্মুথ অভিজ্ঞতা।
এই সিরিজে নতুন সংযোজন অ্যাডাপটিভ ওয়ান-ট্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার, যা ব্যবহারকারীর অভ্যাস বুঝে দ্রুত পছন্দের অ্যাপ বা অপশন দেখায়। পাশাপাশি ইনফিনিক্সের নিজস্ব এক্সওএস ১৫ অপারেটিং সিস্টেম থাকায় পরিমার্জিত ভিজ্যুয়াল, মসৃণ নেভিগেশন এবং ব্যক্তিগতকরণ সুবিধা এনে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়িয়েছে।
প্রতিটি ফোনেই রয়েছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার কার্যক্ষমতা পাঁচ বছর পর্যন্ত টিকে থাকতে পারে। আছে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা, যা কম সময়ে ব্যাটারি পূর্ণ করতে সাহায্য করবে। চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০, যা গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিংয়ে দেবে স্মুথ অভিজ্ঞতা।
ছবির দিক থেকে, হট ৬০ প্রো প্লাস-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরযুক্ত পেছনের ক্যামেরা, যা কম আলোতেও পরিষ্কার ও রঙিন ছবি তুলতে সক্ষম। অন্যদিকে, হট ৬০ প্রো-তে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। উভয় ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, যা সেলফি বা ভিডিও কলের জন্য উপযুক্ত।
হট ৬০ সিরিজের প্রতিটি মডেলে রয়েছে ইনফিনিক্সের ইন্টেলিজেন্ট ক্রস-অ্যাপ এআই অ্যাসিস্ট্যান্ট ‘ফোলাক্স’, যেটি নির্দিষ্ট এআই কী-র মাধ্যমে সহজেই ব্যবহার যাবে। হট ৬০ প্রো ও প্রো প্লাস মডেলে রয়েছে এআই ভোগ পোর্ট্রেট ফিচার, যা ব্যবহারকারীর ছবিকে ডাইনামিক ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে লকস্ক্রিন ও অলওয়েজ-অন ডিসপ্লেতে ফুটিয়ে তোলে। এছাড়া, এআই ইমেজ এক্সটেন্ডার ও উন্নত এআই ইরেজার টুল ব্যবহারকারীদের সহজে এবং মানসম্পন্ন ছবি এডিট করার সুবিধা দেয়।
ইনফিনিক্স হট ৬০ সিরিজে যুক্ত হয়েছে এনএফসি টাচ ট্রান্সফার, যার মাধ্যমে ডিভাইসের মধ্যে দ্রুত ও ঝামেলাবিহীন ডেটা শেয়ারিং, কুইক পেয়ারিং এবং কনট্যাক্টলেস ব্যবহারে সুবিধা পাওয়া যাবে।
বাজারে হট ৬০ প্রো প্লাস এসেছে ছয়টি রঙে—স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার, কোরাল টাইডস, মিসটি ভায়োলেট, সোনিক ইয়েলো ও মকো সাইবার গ্রিন। অন্যদিকে হট ৬০ প্রো পাওয়া যাবে স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার, কোরাল টাইডস, স্যাফায়ার ব্লু এবং অরেঞ্জ রোজ ভ্যালি রঙে।
মঙ্গলবার থেকে দেশের বাজারে অফিসিয়ালি ইনফিনিক্স হট ৬০ সিরিজ এখন দেশের সব অনুমোদিত মোবাইল রিটেইল দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এই সিরিজের হট ৬০ প্রো (৮+১২৮ জিবি) মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮,৯৯৯ টাকা। হট ৬০ প্রো প্লাস (৮+১২৮ জিবি) বিক্রি হচ্ছে ২১,৯৯৯ টাকায়, আর একই মডেলের (৮+২৫৬ জিবি) সংস্করণটি পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়। অন্যদিকে, হট ৬০আই (৬+১২৮ জিবি) মডেলের মূল্য ১৩,৯৯৯ টাকা এবং হট ৬০আই (৮+২৫৬ জিবি) মিলবে মাত্র ১৬,৪৯৯ টাকায়।
বিভি/এজেড
মন্তব্য করুন: