আবাসিক প্রশিক্ষণ দিতে নতুন মাত্রা যোগ করলো আস-সুন্নাহ ফাউন্ডেশন
দীর্ঘদিন ধরে অদক্ষ নারী-পুরুষকে কারিগরি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে যোগ্যতার প্রেক্ষিতে চাকরির ব্যবস্থা করে আসছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এবার সেই উদ্যোগে নতুন মাত্রা যোগ করল এ প্রতিষ্ঠানটি।
রবিবার (২ ডিসেম্বর) ইসলামি আলোচক আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বিস্তৃত, বেগবান ও আধুনিক করার লক্ষ্যে নির্মিত হচ্ছে ৩২ হাজার ৫০০ বর্গফুটের অত্যাধুনিক স্টিল স্ট্রাকচারের নতুন শেড। যা হবে আস-সুন্নাহ স্কিলের নতুন শাখা।
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বেকার অদক্ষ নারী-পুরুষকে কারিগরি বিষয়ক তিন মাসের আবাসিক প্রশিক্ষণ প্রদানপূর্বক যোগ্যদের চাকরির ব্যবস্থা করে থাকে। পাশাপাশি তাদের দীন ও নৈতিকতা বিষয়েও বিশেষ গুরুত্ব দেয়া হয়।
এই প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে ১৬ টি ব্যাচের মোট ৬৬০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সততা, দক্ষতা ও সুনামের সাথে কর্মরত আছেন। এই প্রতষ্ঠানে যেসব কোর্স চলমান আছে:
১. স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স। কম্পিউটার বিষয়ক (পুরুষ-আবাসিক)
২. ওয়েব ডেভেলপমেন্ট কোর্স (পুরুষ-অনলাইন)
৩. দি আর্ট অব সেলস এন্ড মার্কেটিং। (পুরুষ-আবাসিক)
৪. স্মার্ট টেইলারিং এন্ড ফ্যাশন ডিজাইন কোর্স। (মহিলা-আবাসিক)
নতুন এই শেডে দক্ষতামূলক যেসব কোর্স পরিচালিত হবে:
• কন্টেন্ট ক্রিয়েশন
• ড্রাইভিং ট্রেনিং
• শেফ ট্রেনিং
• ল্যাংগুয়েজ ট্রেনিং
• ইলেকট্রিক ট্রেনিং
• প্লাম্বিং ও পাইপ ফিটিং ট্রেনিং
• রাজমিস্ত্রি ট্রেনিং
• রড বাইন্ডিং ট্রেনিং
• টাইলস মিস্ত্রি ট্রেনিং
• পেইন্টিং ট্রেনিং
• গার্ডেনিং ট্রেনিং
• ফুটওয়্যার ট্রেনিং
• স্ট্রিট ফুড ট্রেনিং ইত্যাদি।
সার্বিক যোগাযোগ:
মোবাইল: 01409979967
• Facebook Page Link: https://www.facebook.com/assunnahskill
• Official Facebook Group Link: https://www.facebook.com/groups/assunnahskill
• YouTube Channel Link: https://www.youtube.com/@assunnahskill
• LinkedIn Page Link: https://www.linkedin.com/company/as-sunnah-skill
• Twitter Profile Link: https://x.com/assunnahskill
বিভি/টিটি
মন্তব্য করুন: