• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২০২৫ সিরিজের কেলভিনেটর এসি-ফ্রিজ-ওয়াসিং মেশিন নিয়ে এলো র‌্যাংগস

প্রকাশিত: ২১:২৫, ৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
২০২৫ সিরিজের কেলভিনেটর এসি-ফ্রিজ-ওয়াসিং মেশিন নিয়ে এলো র‌্যাংগস

২০২৫ সিরিজের কেলভিনেটর এসি-ফ্রিজ-ওয়াসিং মেশিন নিয়ে এলো র‌্যাংগস

‘SONY-RANGS’নামে বহুলভাবে পরিচিত প্রতিষ্ঠান র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা- তে নতুন ২০২৫ সিরিজের কেলভিনেটর এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন এর বাজারজাত ঘোষণা করল। র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সম্মানিত  ম্যানেজিং ডিরেক্টর, একরাম হোসেন অনুষ্ঠানের  উদ্বোধন করেন। এসময় র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, ডিলার, ব্যবসায়ী পার্টনার, লাইফটাইম কাস্টমার উপস্থিত ছিলেন। 

১১০ বছরের জনপ্রিয় আমেরিকান ব্র্যান্ড ‘কেলভিনেটর’ রেফ্রিজারেটর, হোম-কিচেন এপ্ল্যায়েন্স ও এসির জন্য বিশ্বব্যাপী পরিচিত। কেলভিনেটর ব্র্র্যান্ডটি সুইডিস কোম্পানি ‘ ইলেকট্রোলাক্স হোম প্রোডাক্টস’ এর মালিকানাধীন এবং র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশ একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ও লাইসেন্সি। 

নতুন বছরে ক্রেতাদের জন্য র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সিলেট হাই-টেক পার্ক ও গাজীপুরে অবস্থিত ফ্যাক্টরি থেকে কেলভিনেটর ব্র্যান্ডের নতুন মডেলগুলো উৎপাদন হচ্ছে। ইতোমধ্যেই ৫টি নতুন সাইড বাই সাইড রেফ্রিজারেটর ও ২ টি টপ-লোড ওয়াসিং মেশিন উৎপাদিত হয়েছে। যা পাওয়া যাচ্ছে র‌্যাংগস ইলেকট্রনিক্স এর দেশব্যাপি সকল শোরুম ও অনলাইন স্টোর shop.rangs.com.bd তে।

র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, গত ৪০ বছর ধরে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিভিন্ন বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্র্যান্ডের পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2