ইসরাইলের ওপর প্রযুক্তি নিষেধাজ্ঞার আহ্বান বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের

ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে হলে তাদের সমর্থক প্রযুক্তিগুলোর ব্যবসার বন্ধ এবং সেইসব প্রযুক্তির ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ।
সোমবার (৭ এপ্রিল) গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত "মার্চ ফর গাজা" শীর্ষক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানান। তাছাড়া ইসরাইলী হামলার প্রতিবাদে প্রকৌশলী সমাজকে নিজ নিজ অবস্থান থেকে ইসরাইলের পণ্য ও প্রযুক্তি বয়কট করার আহ্বান জানান। বিশেষ করে ইসরাইলের প্রযুক্তির বিপরীতে নিজস্ব প্রযুক্তি আবিষ্কার ও প্রয়োগ করে ইজরায়েলের উপর প্রযুক্তি নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারে ভূমিকা রাখতেও আহবান জানান।
কর্মসূচিতে জায়নিস্টদের মোকাবিলায় সমগ্র মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়।
সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মাহমুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের মুখ্য সমন্বয়ক প্রকৌশলী এম ওয়ালীউল্লাহ, প্রকৌশলী তালহা জুবায়ের, প্রকৌশলী জামিল আহসান, প্রকৌশলী বাকি বিল্লাহ, প্রকৌশলী আখতারুজ্জামান টনি, পুবার পক্ষ থেকে প্রকৌশলী টিপু ও প্রকৌশলী মেহদী প্রমুখ বক্তব্য রাখেন।
বিভি/এআই
মন্তব্য করুন: