• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বে প্রথম দুই রোবটের বক্সিং ম্যাচ আয়োজন

প্রকাশিত: ১৭:১৬, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
বিশ্বে প্রথম দুই রোবটের বক্সিং ম্যাচ আয়োজন

বিশ্বে প্রথমবারের মতো দুইটি রোবটের মধ্যে এক বক্সিং ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে চীনের এক রোবোটিক্স কোম্পানি। দেশটির হাংঝুভিত্তিক কোম্পানি ‘ইউনিট্রি’র আয়োজিত এ ইভেন্টটিতে ‘জি ১’ নামের দুইটি রোবটকে ‘আয়রন ফিস্ট কিং’ খেতাবের জন্য একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে, যা আগামী মাসে সরাসরি সম্প্রচারিত হবে।

কোম্পানিটির এক প্রচারমূলক ভিডিওতে ১.৩২ মিটার বা চার ফুট চার ইঞ্চি উচ্চতার ‘জি ১’ রোবটকে প্রতিপক্ষ হিসেবে একজন মানুষের সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে, যেখানে এদেরকে আঘাত এড়িয়ে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছেন তিনি।

ইউনিট্রি বলেছে, এ বটটিকে ‘মোশন-ক্যাপচার’ প্রশিক্ষণ সিস্টেমের মাধ্যমে ডিজাইন করেছে তারা, যা এটিকে ‘প্রো-লেভেল পারফরম্যান্স সক্ষমতা’ দিয়েছে এবং এর মাধ্যমে ‘ক্রমাগত নতুন সক্ষমতা শিখেছে’ বটটি। ভিডিওতে ঘুষি মারতে, লাথি মারতে ও ভারী আঘাত থেকে নিজেকে বাঁচাতে দেখা গিয়েছে রোবটটিকে। তবে এর গতিবিধি মানুষের চেয়ে যথেষ্ট ধীর।

হিউম্যানয়েড রোবট নিয়ে বিশ্বে প্রথমবারের মতো এপ্রিলে বেইজিংয়ে অনুষ্ঠিত হাফ ম্যারাথনের পর এক মাসেরও কম সময়ের মধ্যে এ বক্সিং ইভেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। ২১ জন রোবোট দৌড়বিদের মধ্যে কেবল ছয়জন ২১ কিলোমিটারের এই হাফ ম্যারাথন দৌড় সম্পন্ন করে। কোনও রোবটই আড়াই ঘন্টার মধ্যে দৌড়টি শেষ করতে পারেনি।

চীনের শীর্ষ ছয়টি রোবোটিক্স কোম্পানির মধ্যে অন্যতম ইউনিট্রি। এ বছর ব্যাপকহারে হিউম্যানয়েড রোবট উৎপাদনের লক্ষ্যে কাজ করছে তারা, যার সবকটির মধ্যেই থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2