• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যে কারনে ব্যর্থ ভারতের মহাকাশ অভিযান

প্রকাশিত: ১৩:২৯, ১৮ মে ২০২৫

আপডেট: ১৩:৩১, ১৮ মে ২০২৫

ফন্ট সাইজ
যে কারনে ব্যর্থ ভারতের মহাকাশ অভিযান

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ১০১তম অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর রকেট রবিবার সকালে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে প্রতিস্থাপন করা যায়নি। তার পরেই এর কারণ নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেন ইসরোর প্রধান ভি নারায়ণন।

আনন্দবাজার ইসরোকে উদ্ধৃত করে তাদের প্রতিবেদনে জানিয়েছে, রবিবার ভোর ৫টা ৫৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল ইসরোর রকেট। প্রথম দু’টি ধাপ নির্বিঘ্নে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে ত্রুটি ধরা পড়ে। এই ধাপে কঠিন জ্বালানির সাহায্যে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপিত করার কথা ছিল রকেটটির। কিন্তু তার জন্য যে চাপের প্রয়োজন ছিল, পরে তা অনেকটা কম বলে ধরা পড়ে।

ইসরোর প্রধান বলেন, “আজ আমরা ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণের চেষ্টা করেছিলাম। উৎক্ষেপণ প্রক্রিয়ায় চারটি ধাপ ছিল। দু’টি ধাপ প্রত্যাশামাফিকই শেষ হয়েছে। কিন্তু তৃতীয় ধাপে আমরা লক্ষ্য করি, এই অভিযান সম্পন্ন হবে না। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। দ্রুত আবার ফিরব।”

ইসরোর ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটির ওজন ১,৬৯৬ কেজি। ৫২৪ কিলোমিটারের কক্ষপথে (সান-সিংক্রোনাস পোলার অরবিট) এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল। কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয়, ২০৩ সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। ২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে বিভিন্ন উপগ্রহ উৎক্ষেপণ করে আসছে ইসরো। এখনও পর্যন্ত এই রকেট ৬৩টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনটি মিশন। কী কারণে এই গোলযোগ ঘটল, তা খতিয়ে দেখছেন ইসরোর ইঞ্জিনিয়ারেরা। ইতিমধ্যেই ব্যর্থতার বিশ্লেষণে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2