• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশে অফিসিয়াল আইফোন ১৭ নিয়ে এলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

প্রকাশিত: ২০:৪৯, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশে অফিসিয়াল আইফোন ১৭ নিয়ে এলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

দেশের সবচেয়ে বড় মাল্টি ব্র্যান্ডেড রিটেইল চেইন ও অ্যাপল পণ্যের অনুমোদিত বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার অফিসিয়ালি নতুন আইফোন উন্মোচন করেছে; যার মধ্যে রয়েছে আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স। 

রাজধানী ঢাকার ১৬ গুলশান অ্যাভিনিউয়ের বিটিআই ল্যান্ডমার্কে অবস্থিত দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর, গ্যাজেট স্টুডিও বাই জিঅ্যান্ডজিতে এক অনুষ্ঠানে এ উন্মোচন করা হয়। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্যাজেট অ্যান্ড গিয়ারের পার্টনার ও সিইও নূরে আলম শিমু, পার্টনার জাহাঙ্গীর আলম সাচ্চু, মো আহসান কবির চৌধুরী ও হেড অব মার্কেটিং ইরফানুল হক খান, বাংলাদেশের খ্যাতনামা স্ট্যান্ডআপ কমেডিয়ান ও কন্টেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব খান, এবং সঙ্গীতশিল্পী ও গীতিকার জেফার রহমান।

এ বিষয়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারের পার্টনার ও সিইও নূরে আলম শিমু বলেন, “বাজারের সবচেয়ে সেরা অফারটির মাধ্যমে অ্যাপলের সমৃদ্ধ অভিজ্ঞতা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। ক্রেতারা এখন একটি নির্দিষ্ট জায়গা থেকেই বিশেষজ্ঞ সহায়তার পাশাপাশি আইফোন, অ্যাক্সেসরিজ ও সেবা গ্রহণ করতে পারবেন।” 

ক্রেতারা নতুন আইফোনগুলো নিম্নলিখিত দামে কিনতে পারবেন: আইফোন ১৭ ২৫৬ জিবি ১,৭৯,৯৯৯ টাকা, আইফোন ১৭ ৫১২ জিবি ২,১৯,৯৯৯ টাকা, আইফোন এয়ার ২৫৬ জিবি ২,০৯,৯৯৯ টাকা, আইফোন এয়ার ৫১২ জিবি ২,৪৯,৯৯৯ টাকা, আইফোন ১৭ প্রো ২৫৬ জিবি ২,২৯,৯৯৯ টাকা, আইফোন ১৭ প্রো ৫১২ জিবি ২,৬৯,৯৯৯ টাকা, আইফোন ১৭ প্রো ম্যাক্স ২৫৬ জিবি ২,৪৯,৯৯৯ টাকা, আইফোন ১৭ প্রো ম্যাক্স ৫১২ জিবি ২,৮৯,৯৯৯ টাকা। পণ্যগুলি সকল গ্যাজেট অ্যান্ড গিয়ার আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্ম www.gadgetandgear.com-এ পাওয়া যাবে।

নতুন আইফোন কিনলেই ক্রেতারা উপভোগ করতে পারবেন মাত্র ৩৬,৯৯৯ টাকায় অ্যাপল ওয়াচ আলট্রা ২ অথবা ফ্রি অ্যাপল এয়ারপডস প্রো ২ বা ফ্রি এয়ারপডস ৪ (এএনসি)। এছাড়াও, একটি ফ্রি অ্যাপল ২০ ওয়াট অরিজিনাল অ্যাডাপ্টার, ফ্রি আইফোন অ্যাক্সেসরিজ (কেস), ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, ১ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি, নির্দিষ্ট ব্যাংকের ক্ষেত্রে ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের পাশাপাশি, ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা এবং পুরাতন ফোন বদলের ক্ষেত্রে আকর্ষণীয় বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। স্টক থাকা পর্যন্ত এই অফারগুলো থাকবে। কিছু শর্তাবলীও প্রযোজ্য।

এই উন্মোচনের মাধ্যমে, সর্বাধুনিক প্রযুক্তির সাথে অনন্য গ্রাহকসেবা ও বিশেষ অফারের সমন্বয় করে বাংলাদেশে অ্যাপল পণ্যের প্রধান গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2