• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

দুঃসংবাদ দিলো মেটা, ডিসেম্বরে বন্ধ হচ্ছে মেসেঞ্জারের বিশেষ সুবিধা

প্রকাশিত: ২৩:৩৮, ২৯ অক্টোবর ২০২৫

আপডেট: ২৩:৩৯, ২৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
দুঃসংবাদ দিলো মেটা, ডিসেম্বরে বন্ধ হচ্ছে মেসেঞ্জারের বিশেষ সুবিধা

আগামী ১৫ ডিসেম্বর থেকে ম্যাক ও উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ওই তারিখের পর থেকে ব্যবহারকারীরা আর ডেস্কটপ অ্যাপে লগইন করতে বা মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন না। 

শনিবার (১৮ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তন কেবল ডেস্কটপ সংস্করণের জন্য প্রযোজ্য। মোবাইল অ্যাপ ও ওয়েব সংস্করণে মেসেঞ্জার আগের মতোই ব্যবহার করা যাবে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষণার পর ব্যবহারকারীরা ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন এবং ৬০ দিন পর্যন্ত ম্যাক সংস্করণ ব্যবহার করতে পারবেন। এরপর অ্যাপটি সম্পূর্ণ অকার্যকর হয়ে যাবে।

মেসেঞ্জারের হেল্প পেজে বলা হয়েছে, “ডিপ্রেকেশন প্রক্রিয়া শুরু হলে ব্যবহারকারীরা একটি ইন-অ্যাপ বার্তা পাবেন। ৬০ দিন পর অ্যাপটি আর ব্যবহারযোগ্য থাকবে না, তাই আমরা পরামর্শ দিচ্ছি এটি আনইনস্টল করে ফেলতে।”

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ডেস্কটপ সংস্করণের রক্ষণাবেক্ষণ ব্যয়, নিরাপত্তা জটিলতা এবং মাল্টিপ্ল্যাটফর্ম সমন্বয়ের চ্যালেঞ্জ কমাতেই মেটা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত কারণ প্রকাশ করেনি। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2