• NEWS PORTAL

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫

পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন আনলো জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২০:২৫, ৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন আনলো জাতীয় বিশ্ববিদ্যালয়

নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যায়লগুলো। এবার সেই তালিকায় নাম লেখালো জাতীয় বিশ্ববিদ্যালয়ও। তবে ভর্তি পরীক্ষা নয়, স্নাতক প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি কোর্সের পূর্ণমানের ৮০% নম্বর ফাইনাল পরীক্ষায়, ২০% ধারাবাহিক মূল্যায়নে বরাদ্দ থাকবে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতে তত্ত্বীয় কোর্স ফাইনাল পরীক্ষার প্রশ্নের ধরণ এবং ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন করা হয়েছে। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন: