আমদানিতে কমছে ট্যাক্স, মোবাইল ব্যবহারকারীদের সুখবর
স্মার্টফোনের বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং অবৈধ হ্যান্ডসেট বন্ধে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। মোবাইল ফোন আমদানির পাশাপাশি দেশে ফোন অ্যাসেম্বল করানোর ক্ষেত্রেও কমিয়েছে ট্যাক্স। এর ফলে কমতে পারে মোবাইল ফোনের দামও।
প্রেস সচিব শফিকুল আলম জানান, বাজারে আন-অফিসিয়াল ও চোরাই মোবাইল ফোনের দাপট বন্ধ করতেই সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে মোট করের পরিমাণ বিদ্যমান ৬১ শতাংশ থেকে কমিয়ে ৪৩.৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সাথে দেশে মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বল শিল্পকে উৎসাহিত করতে স্থানীয় পর্যায়ের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, বাজারে আন-অফিসিয়াল ও চোরাই মোবাইল ফোনের দাপট বন্ধ করতেই সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যারা দেশে মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বলিং করছেন, তাদের ক্ষেত্রে আগে ১০ শতাংশ আমদানি শুল্ক দিতে হতো। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এবং উৎপাদন খরচ কমাতে এখন থেকে তাদের মাত্র ৫ শতাংশ শুল্ক দিতে হবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: