• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইন্টারনেট ছাড়াই খেলা যাবে যেসব গেইম

প্রকাশিত: ১৬:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ইন্টারনেট ছাড়াই খেলা যাবে যেসব গেইম

বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান ‘স্টেটিস্টা’ বলছে, দেশে ২০২২ সালে ভিডিও গেইমের বাজার দাঁড়াবে ৪৫১ মিলিয়ন ইউএস ডলার। ‘স্টেটিস্টার গবেষণায় দেখে গেছে ভিডিও গেইমের এই বিশাল বাজারে মোবাইল গেইমের ভূমিকা অনেক। 

অ্যাক্টিভ ইন্টারনেট ছাড়া গেইম খেলা সম্ভব নয়। তবে, আপনি চাইলেই অনেক গেইম মোবাইলে ইন্টারনেট ছাড়াই খেলতে পারেন।

সলিটেয়ার (Solitaire):

সলিটেয়ার হলো একটি কার্ড গেইম। ইজি এবং হার্ড দুই লেভেলে এই গেইম খেলার সুযোগ পান ব্যবহাকারীরা। গেইমে চিহ্ন দেখে টেক্কা (Ace) থেকে শুরু করে সাহেব (King) পর্যন্ত সব কার্ড সাজিয়ে খেলা যায় এই গেইম। 

হট এয়ার ব্যালুন (Hot Air Balloon):

সময় কাটানোর জন্য ইন্টারনেট ছাড়াই মোবাইলে এই গেমটি লেখা যাবে। গেমটিতে একটি বেলুন স্ক্রিনের নিচ থেকে উপরে উঠতে থাকে। আঙ্গুল দিয়ে পয়েন্টার করে খেলতে হবে গেইমটি। উপরে ওঠার সময় অনেক কাঁটা থাকে এগুলোকে টপকিয়ে বেলুনকে উপরে ওঠাতে হয় গেইমে। 

মাইনসুইপার (Minesweeper):

মাইনসুইপার মূলতঃ একটি পাজল গেইম। একটি আয়তাকার বোর্ডের নীচে একটি মাইন থাকবে। যে টাইলের নীচে মাইন আছে সেটি ওপেন করতে হবে, না হলে গেম শেষ হয়ে যাবে। গেমটি স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াই খেলা যাবে। 

হোয়াইর্লিবার্ড (Whirlybird): 

গেইমটি অনেকটা হট এয়ার বেলুনের মতো। গেইমটি খেলতে গেমারকে ফোন টিল্ট করে এই গেম খেলতে পারবেন। এছাড়াও গতি বাড়াতে পাওয়া যাবে বুস্টার। যতো এগিয়ে যাবেন আপনার স্কোর ততো বাড়তে থাকবে।

হপম্যানিয়া (HopMania):

লাফিয়ে লাফিয়ে খেলতে হয় হপম্যানিয়া। শুরুতে নিজের অবতার বেছে নিয়ে বাঁধা এড়িয়ে লাফিয়ে চলতে হবে গেইমে। গেম যতো এগোবে ততো গতি বাড়বে।

এছাড়া গুগল প্লে-স্টোর এবং অ্যাপ স্টোর থেকেও অনেক ফ্রি গেইম ডাউনলোড করে ইন্টারনেট ছাড়া খেলা যায়। 
 

বিভি/এসআই/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2