• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

এবার যানবাহনেও আসছে স্টারলিংকের ইন্টারনেট

প্রকাশিত: ১৭:১২, ৩ জুলাই ২০২২

আপডেট: ১৭:১২, ৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
এবার যানবাহনেও আসছে স্টারলিংকের ইন্টারনেট

লো-আর্থ অরবিটে সজ্জিত স্যাটেলাইট ট্রের মাধ্যমে ইতিমধ্যে ৩৬ টি দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের স্টার লিংক স্যাটেলাইট প্রজেক্ট। এবার সেবার পরিধি বাড়িয়ে যানবাহনেও এই সেবা দেয়ার খবর এসেছে মার্কিন প্রকাশনা সিএনবিসি’র প্রতিবেদনে। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)’-এর অনুমোদনের পর এখন যানবাহনেও স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা দিতে পারবে স্পেসএক্স। যাকে মাস্কের বড় বিজয় হিসেবে দেখছে সংবাদ মাধ্যমটি। 

এফসিসি’র আন্তর্জাতিক ব্যুরো প্রধান টম সালিভান এ বিষয়ে বলেন, যারা যুক্তরাষ্ট্রে ‘আরভি’ চালান, যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীন ‍রুটে বিমানে চলাচলকারীদের জন্য ভালো খবর। এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে স্টারলিংক সেবার ডাউনলোড গতি ৯০.৫৫ এমবিপিএস স্পর্শ করছে । 
স্টারলিংক জানিয়েছে, মহাকাশে দুই হাজার সাতশটি স্যাটেলাইট চালু করার পাশাপাশি নিজস্ব সেবায় চার লাখ গ্রাহককে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। 

বিভি/এসআই

মন্তব্য করুন: