• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

টুইটার কিনবেন না ইলন মাস্ক

প্রকাশিত: ০৭:০৪, ৯ জুলাই ২০২২

ফন্ট সাইজ
টুইটার কিনবেন না ইলন মাস্ক

টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার কিনবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। খবর: বিবিসি। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ইলন মাস্ক বলেন, ‘টুইটারের মোট ব্যবহারকারীর সংখ্যার মধ্যে কতোগুলো স্প্যাম এবং ফেইক, সেটি জানাতে ব্যর্থ হয়েছে টুইটার। তাই তিনি টুইটার কিনবেন না।’

গত মে মাসে টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেন ইলন মাস্ক। তখন তার পক্ষ থেকে বলা হয়, ‘টুইটারে স্প্যাম বা ফেইক অ্যাকাউন্টের সংখ্যা 'শতকরা পাঁচ শতাংশের নীচে' কি-না, তিনি তা জানতে অপেক্ষা করছেন৷’

এক চিঠিতে ইলন মাস্কের আইনজীবী বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে তথ্য জানাতে অসম্মতি জানানোর পাশাপাশি টুইটার তার স্প্যাম বট (ভুয়া রোবোটিক অ্যাকাউন্ট) ৫ শতাংশের কম থাকার বিষয়টির প্রমাণ দিতে পারেনি।’

চুক্তির শর্ত অনুযায়ী, টুইটার না কেনায় ক্ষতিপূরণ হিসাবে ১০০ কোটি ডলার টুইটারকে দিতে হতে পারে।

মাস্কের ঘোষণার পর টুইটারের শেয়ার ৭ শতাংশ দরপতন হয়েছে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2