• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অপেক্ষার অবসান ঘটিয়ে টুইটারে এডিট বাটন

প্রকাশিত: ১৭:৪৫, ২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
অপেক্ষার অবসান ঘটিয়ে টুইটারে এডিট বাটন

অপেক্ষার অবসান ঘটিয়ে টুইটারে আসছে এডিট বাটন। অনেকদিন ধরে পরীক্ষা নিরীক্ষার পর খুব শিগগিরই এই এডিট বাটন চালু করতে চলেছে টুইটার। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) টুইটারের পক্ষ থেকে এমন একটি বার্তা দেওয়া হয়েছে। 

টুইটার বলছে, টুইট পোস্ট করার পর ৩০ মিনিট পর্যন্ত সেটি ‘এডিট’ করা যাবে। আপাতত টুইটার ব্লু সাবস্ক্রাইবাররা এই সুবিধা পাবেন।পরীক্ষা মূলক ভাবে আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ডে বসবাসকারীরা পেইড সাবস্ক্রিপশনের মাধ্যমে এই সেবা নিতে পারবেন। প্রথমে একটি দেশেই নতুন ‘এডিট’ পরিষেবা চালু করা হবে। ধীরে ধীরে অন্য দেশে তা চালু হবে।

ফিচারটি চালু হলে লেখা এডিট করা মানে নতুন কিছু যুক্ত করা বা কাটছাঁট করার সুযোগ পাবে ব্যবহারকারীরা। এতদিন এডিট করার সুবিধা না থাকায় নানান ঝামেলায় পড়তে হত ব্যবহারকারীকে। 

তবে, কোন টুইট করা হলে তা বুঝতে পারবেন ব্যবহারকারীরা। কারণ তার পাশে থাকবে বিশেষ একটি ‘আইকন’। এর মাধ্যমে মূল পোস্ট এবং কখন কিভাবে পোস্ট করা হয়েছে এবং কি সংশোধন করা হয়েছে তাও জানতে পারবেন ব্যবহারকারীরা। 

বিভি/এসআই

মন্তব্য করুন: