• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আসছে Tesla Pi Phone : অ্যাপলের কপালে চিন্তার ভাঁজ

প্রকাশিত: ১৪:২৭, ১৭ অক্টোবর ২০২২

আপডেট: ১৪:৩৫, ১৭ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
আসছে Tesla Pi Phone : অ্যাপলের কপালে চিন্তার ভাঁজ

গাড়ি ও মহাকাশ বাণিজ্যে সাফল্যের পর এবার স্মার্টফোন জগতে হাতছানি ইলন মাস্কের। মার্কিন এই ধনকুবের স্মার্টফোন নিয়ে আসছে এমনই জোড় গুঞ্জন প্রযুক্তি বিশ্বে। 
আর্ন্তজাতিক একাধিক গণমাধ্যম বলছে, চলতি বছর ডিসেম্বরেই বিক্রি শুরু হবে নতুন স্মার্টফোন ‘টেসলা পিআই ফোন’। যদিও প্রতিষ্ঠানটি এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। 

টেসলা পাই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন: 

ডিসপ্লে: 

জানা গেছে, ৬.৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে টেসলা পাই ফোনে। ১৬০০ নিটস ব্রাইটনেসে ডিসপ্লেতে ৪৫৮ পিপিআই পিক্সেল ডেনসিটি ও ১২০ এইচজেড রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা রয়েছে।

ক্যামেরা: 

ট্রিপল ক্যামেরার এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৪০ মেগাপিক্সেল সেন্সরের সেলফি ও ভিডিও কলিংয়ের থাকা সম্ভাবনা রয়েছে।

স্টোরেজ: 

টেসলা পিআই ফোনে ৮ জিবি র্যা ম ও ৫১২ জিবি স্টোরেজ থাকতে পারে। 
কর্মক্ষমতা: 

এনভিএমই স্টোরেজের এই ফোনে টেসলার নিজস্ব চিপ থাকার সম্ভাবণা প্রবল। ফোনে টেসলা টেসলা তার নিজস্ব টেসলা জিপিইউ ব্যবহার করেছে।

ব্যাটারি:

৫ হাজার এমএএইচ ব্যাটারি ব্যাকাপের এই ফোন প্রিমিয়াম সেগমেন্টে উন্মুক্ত হতে পারে।

ডিজাইন:

২৪০ গ্রাম ওজনের এই ফোনের উচ্চতা, প্রস্থ এবং পুরুত্ব যথাক্রমে ১৫৬.৮ x ৭২.১ x ৭.৬ হবে বলে আর্ন্তজাতিক একাধিক গণমাধ্যম নিশ্চিত করছে। 

দাম: 
বিভিন্ন গণমাধ্যম বলছে, টেসলা পাই ফোন ৭০ থেকে ৮০ হাজার টাকার মধ্যেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে।


 

বিভি/এসআই

মন্তব্য করুন: