• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফোন চুরি! নেট অফ থাকলেও মিলবে খোঁজ

প্রকাশিত: ১৯:৩৪, ৩১ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
ফোন চুরি! নেট অফ থাকলেও মিলবে খোঁজ

প্রতীকী ছবি

ফোন চুরি ঠেকাতে আইফোনের মতো নতুন ফিচার নিয়ে আসছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এ ইনবিল্ট ফিচারের জন্য ফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ট্র্যাক করতে সুবিধা হবে। গুগল প্লে-স্টোরে রয়েছে ফাইন্ড মাই ডিভাইস (Find My Device) নামের একটি অ্যাপ। এ অ্যাপ তখনই কাজ করে যখন ফোনের নেট অন থাকে। নেট অফ থাকলে এটা কাজ করে না। এখন এ সমস্যা দূর করার জন্যই গুগলের নতুন চেষ্টা।

এখন নেট অফ থাকলেও জানা যাবে ফোনের লোকেশন। এমনটাই জানিয়েছে গুগল। একটি নতুন ফিচার নিয়ে আসছে। এ ফিচার পুরোপুরি চালু হলে ফোনের নেট অফ রেখেও খোঁজ মিলবে।

ফোনের লোকেশন দেখবেন যেভাবে

প্রথমে অ্যাপটি ডাউনলোড করে চুরি হওয়া ফোনটি যে অ্যাকাউন্ট দিয়ে লগইন করা ছিল, সেই একই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটি সাইন ইন করতে হবে। এরপর অনেক অপশন আসবে। এর মধ্যে প্লে-সাউন্ড অপশনটি বেছে নিতে হবে। তারপর সিকিওর ডিভাইস অপশনে ক্লিক করলে পিন, পাসওয়ার্ড বা স্ক্রিন লকের মাধ্যমে দূর থেকেই ফোনটিকে লক করতে পারা যাবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2