ফের শীর্ষ ধনী টেসলা প্রধান ইলন মাস্ক

ব্লুম বার্গের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেস এক্স, টেলসা প্রধান ইলন মাস্ক তার আগের অবস্থা ফিরে পেয়েছেন, অর্থ্যাৎ তিনি আবারও বিশ্বের শীর্ষ ধনী। ২০২২ সালের ডিসেম্বরে এলভিএমএইচের (ফরাসী লাক্সারী ব্র্যান্ড) এর প্রধান নির্বাহী বের্নার্ড আর্নোর কাছে তার আসন হারান। পরে দীর্ঘ দুই মাস অপেক্ষার পর তিনি আবারও তার স্থান ফিরে পেয়েছেন।
সিএনএন এর এক প্রতিবেদনে দেখা যায়, ব্লুমবার্গের রিয়েল-টাইম বিলিয়নারের তালিকা আবারো প্রথম স্থানে। ব্লুমবার্গ বলছে, টেসলার শেয়ার মূল্য বেড়ে যাওয়ায় তিনি আবারও আগের স্থান দখল করেছেন।
ব্লুমবার্গের হিসাব বলছে, তাদের রিয়েল টাইম ট্র্যাকিং-এ সোমবার (২৮ ফেব্রুয়ারী) শেয়ার লেনদেন শেষে মাস্কের মোট সম্পদের মূল্য আর্নোর ১৮ হাজার ৫৩০ কোটি ডলার টপকে ১৮ হাজার ৭১০ কোটি ডলারে পৌঁছে গেছে।
টুইটার কেনার পর বিভিন্ন কারনে তার শেয়ারের দাম কমায় গেল বছর মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০ হাজার কোটি ডলার সম্পদ খোয়ান। তবে চলতি বছরের শুরুতেই সে অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: