• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার ‘খেলা হবে’‌ গান আসছে হিন্দি ভাষায়

প্রকাশিত: ১৯:১৯, ১৬ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
এবার ‘খেলা হবে’‌ গান আসছে হিন্দি ভাষায়

ওপার বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছিল ‘খেলা হবে’ গান। খেলা হবে সংলাপ শহর থেকে গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে। এই নিয়ে তৈরি হওয়া গানও নতুন প্রজন্মের ছেলে–মেয়েদের মুখে ফেরে।  সংলাপটি মানুষের মনে গেঁথে দিয়েছিলেন পশ্চিমবাংলার রাজনৈতিক দল তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য।

‘খেলা হবে’‌ কথাটি ছিল একুশের বিধানসভা নির্বাচনের টার্নিং পয়েন্ট। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী ১৬ অগস্ট দিনটিকে খেলা হবে দিবস বলে ঘোষণা করেন। বাংলা ভাষায় খেলা হবে বলে গানও আছে। যা বেশ জনপ্রিয় রাজ্যে। বন্ধু এবার খেলা হবে—এটা নতুন প্রজন্মের ছেলে ও মেয়েদের মুখে শোনা যায়। কলেজ–বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এটা বলে থাকেন। আবার রাজনৈতিক নেতা–নেত্রীরাও বলতে ছাড়েন না। এবার এই গানের হিন্দি সংস্করণ আসতে চলেছে।

এদিকে গত ২৮ জুলাই মুক্তি পেয়েছিল পরিচালক করণ জোহরের সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। যেখানে অভিনয় করেছিলেন আলিয়া ভাট এবং রণবীর সিং। তবে এই ছবি মুক্তির আগে জোর বিতর্কে জড়িয়েছিল। সেন্সর বোর্ড থেকে ছবির একাধিক দৃশ্যে কাঁচি চালানো হয়েছিল। কারণ এই সিনেমাতে বাংলার শাসকদলের একটি কথিত সংলাপ দেখানো হয়েছিল। হ্যাঁ, ‘খেলা হবে’। যেটি তৃণমূল কংগ্রেসের একান্ত নিজস্ব সংলাপ। বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলের উদ্দেশ্যে এই সংলাপটি মানুষের মনে গেঁথে দিয়েছিলেন দলেরই আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। এবার এটা নিয়ে হিন্দি ভাষায় গান হবে।

তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অনুমতি না নিয়ে এই সংলাপটি হিন্দি ছবিতে ব্যবহার হওয়ায় অনেকেই চটে যান। যদিও সংলাপটি কাটা হয়নি ছবি থেকে। তবে এবার এই গানটি আসতে চলেছে হিন্দিতে। হ্যাঁ, জাতীয় রাজনীতির ক্ষেত্রে দাগ কাটতে গানটি হিন্দিতে বাঁধতে চলেছেন দেবাংশু ভট্টাচার্য নিজেই। দু’‌দিন আগে বেহালার মঞ্চ থেকে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

কেন হিন্দি ভাষায় খেলা হবে?‌ এখন দেশজুড়ে তামাম বিরোধীরা একজোট হয়েছে। এই মহাজোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া। আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ভিন রাজ্য তৃণমূল কংগ্রেস লড়াই করলে এটাই হবে থিম সং। যাতে মানুষের বুঝতে সুবিধা হয় খেলাটা কেমন খেলতে হবে। এই খেলা হবে গান এবার আসতে চলেছে জাতীয় রাজনীতির অলিন্দে। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগামী কয়েক মাসের মধ্যেই হিন্দি ভাষায় আসতে চলেছে ‘খেলা হবে’ গানটি। বাংলায় খেলা জেতার পর এবার জাতীয় স্তরের ময়দানে নিয়ে আসা হচ্ছে ‘জাতীয় খেলা’। তাহলে এবার কি ভয়ঙ্কর খেলা হবে?‌ উঠছে প্রশ্ন। সূত্র: হিন্দুস্তান টাইমস

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2