এবার গাজা সিটি দখলের অভিযানে সাংবাদিকসহ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

ছবি: আল জাজিরা
গাজা সিটি দখলের জন্য এবার ২৪ ঘন্টায় সাংবাদিক আর ত্রাণ প্রত্যাশীসহ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল। হামলা বেগবান করতে ৪০ হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরাইল। এমন অবস্থায় গাজা অভিমুখে যাত্রা করেছে স্বেচ্ছাসেবীদের আরেকটি নৌযান।
প্রায় ১০ লাখ ফিলিস্তিনির আবাস গাজা সিটি দখলের জন্য ব্যাপক হামলা জারি রেখেছে দখলদার সেনারা। এতে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় অন্তত একশ' পাঁচজনকে হত্যা করা হয়। অন্তত ৩২ জন ছিলেন ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে জড়ো হওয়া ফিলিস্তিনি। এমনকি পানি জোগাড় করতে অপেক্ষমাণদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
ইসরাইলের সেনাপ্রধান ইয়ার জামির জানিয়েছেন, সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত হামলা থামবে না। যদিও, গাজা অভিযান দীর্ঘায়িত না করার পক্ষে থাকা এই সেনাপ্রধানের সাথে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুসহ মন্ত্রিসভার সদস্যদের ব্যাপক বাগবিতণ্ডার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এমন পরিস্থিতিতে ৪০ হাজার রিজার্ভ সেনাকে তলব করে নোটিশ জারি করেছে ইসরাইলের সেনাবাহিনী।
হামাসের অস্তিত্ব সম্পূর্ণ নির্মূলের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় শুরু হওয়া সংকট সেখানেই শেষ হতে হবে।
এদিকে, গাজা অভিমুখে আরেকটি ত্রাণবাহী নৌযান রওয়ানা করেছে। বার্সেলোনা থেকে যাত্রা করা ওই নৌযানে আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন।
এরআগে, গাজার কাছাকাছি জলসীমায় পৌছে যাওয়া ফ্রিডম ফ্লোটিলা আটকে দিয়ে এই থানবার্গসহ স্বেচ্ছাসেবীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছিলো ইসরাইল। সূত্র: আল জাজিরা
বিভি/এমআর
মন্তব্য করুন: