• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নারীদের পোশাক নিয়ে কঠোর পথে হাঁটলো ইরান

ইরানে হিজাব না পরলে ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১১:২১, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ইরানে হিজাব না পরলে ১০ বছরের কারাদণ্ড

১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে কঠোর হিজাব আইনের সংশোধিত খসড়ায় অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলে আইনে পরিণত হবে এটি।

হিজাব না পরায় পুলিশ হেফাজতে মাশা আমিনীর মৃত্যু ও নজিরবিহীন বিক্ষোভের এক বছরের মাথায় নারীদের পোশাক নিয়ে কঠোর পথে হাঁটলো ইরান। পার্লামেন্টে উত্থাপিত হিজাব আইনের সংশোধিত খসড়ার পক্ষে একশ' ৫২ ও বিপক্ষে ৩৪ ভোট পড়ে।

খসড়ায় বলা হয়েছে, অশালিন বা ইরানের আইনে অনুযায়ী যথাযথ পোশাক ছাড়া ধরা পড়লে চরম শাস্তি ভোগ করতে হবে। অভিযোগ প্রমাণ হলে, ৫ থেকে সর্বোচ্চ ১০ বছর করাদণ্ডের বিধান রাখা হয়েছে।

বর্তমানে প্রচলিত আইনে হিজাব আইন লঙ্ঘনকারীদের ১০ দিন থেকে সর্বোচ্চ দুই মাসের কারাদণ্ড এবং ৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ ইরানি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: