শ্রীলঙ্কায় খাদে বাস, ২১ বৌদ্ধ তীর্থযাত্রীর মৃত্যু

ছবি: আল জাজিরা
শ্রীলঙ্কার কোটমালেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২১ জন বৌদ্ধ তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। পুলিশসূত্রে জানা গেছে, বাসটি ছিলো সরকারি।
রবিবার (১১ মে) ভোরে বাসটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর কাতারাগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনেগালার দিকে রওনা হয়েছিলো। পথে পার্বত্য অঞ্চল কোটেমালের পাহাড়ি সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, বাসটির মোট যাত্রীধারণ ক্ষমতা ছিলো ৫০ জন, কিন্তু দুর্ঘটনার সময় সেখানে মোট যাত্রী ছিলেন প্রায় ৭০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: আল জাজিরা
বিভি/এমআর
মন্তব্য করুন: