ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কাছাকাছি সৌদি আরব

ইসরাইলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া অন্য যেকোন সময়ের তুলনায় ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়া সালমান ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া, মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে শুধু সৌদি আরব নয়; উপসাগরীয় অন্য দেশের সাথেও ইসরাইলের বৈরি সম্পর্ক স্বাভাবিক হচ্ছে।
এক প্রশ্নের জবাবে বলেন, ফিলিস্তিনিদের অধিকার ও শান্তি প্রতিষ্ঠা রিয়াদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দৃঢ় আশাবাদ জানিয়ে সালমান বলেন, এই সংকট সমাধানের মধ্যমে ফিলিস্তিনিদের জীবন যেমন সহজতর হবে। তেমনি, ইসরাইলও মধ্যপ্রাচ্যে প্রভাবশালী হয়ে উঠবে।
বিভি/রিসি
মন্তব্য করুন: