• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনকে আর অস্ত্র না পাঠানোর ঘোষণা দিয়েছে পোল্যান্ড

প্রকাশিত: ১৮:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ইউক্রেনকে আর অস্ত্র না পাঠানোর ঘোষণা দিয়েছে পোল্যান্ড

ইউক্রেনকে আর অস্ত্র পাঠাবে না বলে ঘোষণা দিয়েছে পোল্যান্ড। শস্য আমদানি নিয়ে দু'দেশের দুরত্বের মধ্যেই ইউক্রেনের মিত্রদের ভূমিকা নিয়ে জাতিসংঘের সাধারন পরিষদে প্রেসিডেন্ট জেলেনস্কির বিতর্কিত মন্তব্যের পর এ ঘোষণা এলো।

বুধবার (২০ সেপ্টেম্বর) ইউক্রেনের বন্ধুরাষ্ট্র পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ সিদ্ধান্তের কথা জানান। 

নিজেদের আরও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করাই এখন দেশটির প্রধান লক্ষ্য। ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা তুলে নেবার পরেও ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি করা বন্ধ রাখে পোল্যান্ড,হাঙ্গেরী ও স্লোভাকিয়া। 

এ নিয়ে মঙ্গলবার জাতিসংঘের সাধারন পরিষদের ভাষণে জেলেনস্কি অভিযোগ করেন, খাদ্যশস্য আমদানি নিয়ে কিছুদেশের অবস্থান বাস্তবে রাশিয়ার হাতকেই শক্তিশালী করছে। এ মন্তব্যের জের ধরে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করার পর অস্ত্রশস্ত্র পাঠানো স্থগিতের ঘোষণা দেয় পোল্যান্ড। 

তবে এ ঘোষণা দেওয়ার একদিন পর বৃহস্পতিবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন নতুন অস্ত্র না পাঠালেও,বিদ্যমান চুক্তির অধীনে থাকা অস্ত্র ঠিকই পাঠাবে তাঁর দেশ। এদিকে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে খাদ্যশস্য নিয়ে চলমান দ্বন্দ্ব নিরসনে কিছুদিনের মধ্যেই আলোচনায় বসবে কিয়েভ।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: