• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফিলিস্তিনিদের অধিকার নিয়ে আবারও স্পষ্ট বক্তব্য মাহমুদ আব্বাসের

প্রকাশিত: ১২:৫২, ২২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ফিলিস্তিনিদের অধিকার নিয়ে আবারও স্পষ্ট বক্তব্য মাহমুদ আব্বাসের

জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য রাখছেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনিদের অধিকার বঞ্চিত রেখে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা কখনোই সম্ভব হবে না বলে বিশ্ব দরবারে স্পষ্ট জানিয়ে দিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বলেছেন, এই সংকট সমাধানে জাতিসংঘই শেষ ভরসাস্থল। 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট আব্বাস বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা করা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। ফিলিস্তিনিদের বঞ্চিত করে কেউ সংকট সমাধান করতে চাইলে ভুল করবে বলেও সতর্ক করেন তিনি। 

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্মেলন ডাকতে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান ৮৭ বছর বয়সী আব্বাস। তার আশঙ্কা শেষ ভরসাস্থল জাতিসংঘ অনতিবিলম্বে আন্তরিক উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও গুরুতর দিকে মোড় নিতে পারে। এক্ষেত্রে দুই রাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে সংকট সমাধান করে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর তাগিদ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: