• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিখ নেতা হত্যায় ভারতের রাষ্ট্রীয় সংস্থার জড়িত থাকার প্রমাণ আছে: ট্রুডো

প্রকাশিত: ১৪:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৪:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
শিখ নেতা হত্যায় ভারতের রাষ্ট্রীয় সংস্থার জড়িত থাকার প্রমাণ আছে: ট্রুডো

শিখ নেতা হত্যায় ভারতের রাষ্ট্রীয় সংস্থার জড়িত থাকার তথ্য প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে, চলতি মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে এই বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো জানান, কোন সন্দেহ নেই হরদীপ সিং হত্যাকাণ্ডে ভারতের রাষ্ট্রীয় সংস্থা জড়িত। তার দাবি, এবিষয়ে পর্যাপ্ত তথ্য-উপাত্ত হাতে আছে। তবে, তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব নয়।

তদন্তে স্বচ্ছতার জন্য ভারতের পক্ষ থেকে সহায়তার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান পুনর্ব্যক্ত করেন কানাডার প্রধানমন্ত্রী। 

এদিকে, বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে ভারতে অনুষ্ঠিত জি-টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সাথে সাইডলাইন বৈঠকে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়টি তোলেন বিশ্ব নেতারা। 

ওই প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য বিনিময়কারী অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এবিষয়ে কথা বলেছেন। মোদীর সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও কানাডার তদন্তে সহায়তার আহ্বান জানিয়েছিলেন বাইডেন।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: