স্কুলবাস গিয়ে পড়লো খাদে, ২ শিক্ষক নিহত, আহত ৪০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪৮ আরোহীসহ একটি স্কুলবাস খাদে পড়ে দু'জন শিক্ষক নিহত হয়েছে। আহত ৪০ জনের মধ্যে ৬ শিক্ষার্থীর অবস্থা গুরুতর। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসে ফার্মিংডেল হাইস্কুলের ব্যান্ড দল ছিলো। নিউইয়র্ক শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অরেঞ্জ কাউন্টিতে বাসটি ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।
এ সময় ভেতরে শিক্ষক, শিক্ষার্থী, ড্রাইভারসহ ৪৮ জন আরোহী ছিলেন। বাসটি নিউইয়র্কের লং আইল্যান্ড থেকে পেনসিলভেনিয়া যাচ্ছিলো। এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনি জানান, বাসের সামনের চাকার টায়ারে ত্রুটির কারণে বাসটি দুর্ঘটনায় পড়ে।
বিভি/এজেড
মন্তব্য করুন: