ইউক্রেনকে আরও ৩২ কোটি ৫০ লাখ ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের

ছবি: ফাইল ফটো
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ৩২ কোটি ৫০ লাখ ডলারের সহায়তা পেলো ইউক্রেন। চলতি সফরে প্রেসিডেন্ট বাইডেনের কাছ থেকে এ মোটা অঙ্কের সাহায্য আদায় করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুক্তরাষ্ট্র সফর শেষে আকস্মিক সফরে কানাডা গেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে আলোচনায় বসেন জেলেনস্কি। বিপুল পরিমাণ অর্থসহায়তা পেলেও চলতি সফরে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র আদায়ে ব্যর্থ হন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ বছরের শেষ নাগাদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ আরও বেশ কিছু সামরিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে হোয়াইট হাউজ। অভিযোগ- কিয়েভের জন্য দু'হাজার চারশ' কোটি ডলার বরাদ্দ রাখলেও রিপাবলিকানদের বিরোধিতায় তা আটকে আছে।
এর আগে সপ্তাহের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যান জেলেনস্কি।
এদিকে বাইডেনের সাথে বৈঠকের পরই অঘোষিতভাবে সস্ত্রীক কানাডার রাজধানী অটোয়া যান ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সফরে কানাডার পার্লামেন্টে ইউক্রেনের জন্যে সহায়তা কামনার পাশাপাশি টরন্টোতে দেশটির ব্যবসায়ীদের সাথে একাধিক বৈঠক করবেন জেলেনস্কি। সূত্র: সিএনএন
বিভি/এমআর
মন্তব্য করুন: