আবারও অরুণাচল প্রদেশ নিয়ে বিতর্কে চীন ও ভারত

ছবি: ফাইল ফটো
ভিসা আবেদন প্রত্যাখান করায় চীনের হাংঝৌ শহরে ২৩ সেপ্টেম্বর থেকে হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমসে যোগ দিতে পারছেন না ভারতীয় উশু দলের তিন খেলোয়ার। তিনজনই ভারতের অরুণাচল প্রদেশের।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভারতের প্রদেশ নয়, দক্ষিণ তিব্বতের অংশ ও চীনের ভূখণ্ড অরুণাচল। এর প্রতিবাদে নয়াদিল্লির দাবি- অরুণাচল ভারতের অংশ ছিলো আর ভবিষ্যতেও থাকবে।
এদিকে, বাসস্থান বা জাতিসত্তার বিচারে ভারতীয় খেলোয়ারদের প্রতি বৈষম্যমূলক আচরণের নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিতর্কে এশিয়ান গেমস উপলক্ষ্যে চীনে সফর বাতিল করেছেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং।
উল্লেখ্য, আগস্টে অরুণাচল ও আকসাই চীনকে যুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছিলো বেইজিং। সূত্র: এবিসি নিউজ
বিভি/এমআর
মন্তব্য করুন: