কিয়েভের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
পোলিশদের আর কখনও বিদ্রুপ না করতে কিয়েভের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি। এদিকে, কানাডিয়ান পার্লামেন্টে দেওয়া ভাষণে রাশিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে চিরদিনের দুই মিত্র পোল্যাণ্ড-ইউক্রেনের সম্পর্ক রূপ নিয়েছে বৈরিতায়। এবার তা উঠে এসেছে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণেও।
শনিবার (২৩ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রতি বিদ্রুপাত্মক মন্তব্য করায় আবারও ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করেন মোরাভিয়েস্কি। শস্য আমদানি নিয়ে বিরোধ ওয়ারশ'-কিয়েভের দীর্ঘদিনের সম্পর্ককে বাধাগ্রস্ত করবে না বলে সাধারণ পরিষদের ভাষণে আশা প্রকাশ করেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রাদেজ দুদা।
এদিকে, অঘোষিত কানাডা সফরে দেশটির পার্লামেন্টে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে খুব শিগগিরই কিয়েভের জয়ের মধ্য দিয়ে রুশ আগ্রাসনের অবসান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শনিবার ইউক্রেনের বিরুদ্ধে ক্রিমিয়ায় কৃষ্ণসাগরীয় নৌঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে রাশিয়া। এ অবস্থায় আগামী সপ্তাহে কিয়েভে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আব্রাহামস পৌঁছাবে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম।
বিভি/টিটি
মন্তব্য করুন: