• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সৌদি-ইসরায়েল সম্পর্কে সুবাতাস!

প্রকাশিত: ১২:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৬:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সৌদি-ইসরায়েল সম্পর্কে সুবাতাস!

ফাইল ছবি

সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে ইসরায়েল। আর দু'দেশের সমঝোতায় ফিলিস্তিনের ভেটো ক্ষমতা থাকা উচিত নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদে এই ভাষণ দেন নেতানিয়াহু। এসময় ফিলিস্তিনবিহীন মানচিত্র হাতে নয়া মধ্যপ্রাচ্য ও রিয়াদ-তেল আবিব সম্পর্কের নতুন সম্ভাবনা দিয়ে দৃঢ় আশাবাদ জানান তিনি। 

তিনি বলেন, দু'দেশের সম্পর্ক স্বাভাবিকরণে সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। বিষয়টিকে মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন মোড় বলেও উল্লেখ করেন নেতানিয়াহু। ভাষণে ইরানের প্রতি আরও শক্ত অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, নতুন সমঝোতায় উপকৃত হবেন ফিলিস্তিনিরাই। কিন্তু রিয়াদের সাথে শান্তি চুক্তি বাস্তবায়নে ফিলিস্তিনের কোনো ধরনের বিরোধিতা করার ক্ষমতা থাকা উচিত নয় বলে মত কট্টোরপন্থী এই নেতার। 
এর আগে চলতি সপ্তাহে এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের আভাস দেন সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

বিভি/টিটি

মন্তব্য করুন: