সাড়া পাওয়া যাচ্ছে না ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের

ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের সাড়া পাওয়া যাচ্ছে না। পুনরায় সিগন্যাল পাওয়ার চেষ্টা চলবে বলে জানিয়েছে ইসরো। চাঁদের দক্ষিণ মেরুতে হিমশীতল ১৪টি রাত কাটানোর পর চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের সাথে যোগাযোগ করার প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো।
এর আগে গত ২৩ আগস্ট রোভার প্রজ্ঞানকে নিয়ে পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। দুই সপ্তাহ কাজ করার পর চাঁদে রাত নেমে এলে ‘স্লিপ মোডে’ রাখা হয় বিক্রম ও প্রজ্ঞানকে। ইসরো আশা করেছিলো চাঁদের বুকে দিনের আলো ফুটলে ব্যাটারিগুলো রিচার্জ হবে এবং পুনরায় জাগ্রত করা যাবে।
তবে আশঙ্কা করা হচ্ছে চাঁদের দক্ষিণ মেরুতে মােইনাস প্রায় ২০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় চন্দ্রযান-৩ এর ব্যাটারি কিংবা অন্য কোন যন্ত্র বিকল হয়ে পড়েছে। প্রথম প্রচেষ্টায় সফল না হলেও বিক্রম ও প্রজ্ঞানকে জাগিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইসরোর বিজ্ঞানীরা। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিভি/এমআর
মন্তব্য করুন: