ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: নিউজ নেশন
ভারতের গুজরাটে একটি চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বলসাড স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। এক্সপ্রেস ট্রেনটি তিরুচিরাপল্লি থেকে শ্রীগঙ্গানগরের দিকে যাচ্ছিলো। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বলসাড স্টেশনের কাছে ট্রেনের একাধিক কামরায় আগুন দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।
ওয়েস্টার্ন রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সুমিত ঠাকুর বলেন, ট্রেনটির পাওয়ার কার ও ব্রেক ভ্যান থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। সব যাত্রীকে ট্রেনের পাশের কামরায় সরানো হয়। সুরাতের পুলিশ সুপার কর্ণরাজ বাঘেলা বলেন, শর্ট সার্কিট থেকে পাওয়ার কারে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিভি/এমআর
মন্তব্য করুন: