এবার নেদারল্যান্ডসে কোরআন অবমাননা

এবার কোরআন অবমাননা হলো নেদারল্যান্ডসে। হেগে তুরস্ক দূতাবাসের বাইরে ধর্মগ্রন্থ পুড়িয়েছেন ইসলামবিদ্বেষী সংগঠন পেজিদারের এক নেতা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) তুরস্ক দূতাবাসের বাইরে এ কাজ করেন এদুইন ভেগেনসভালদ নামে এক ব্যক্তি।
এবারই প্রথম না, এর আগেও পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ডেনমার্ক দূতাবাসের বাইরে পবিত্র কোরআনের একাধিক কপি পোড়ানোর অভিযোগ আছে ইসলামবিদ্বেষী ওই ব্যক্তির।
এসময় নিরাপত্তা দেওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান অভিযুক্ত ওই ব্যক্তি। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইউরোপে পবিত্র ধর্মগ্রন্থটির ওপর আঘাত মহামারি আকার ধারণ করেছে বলে মত তার।
কোরআন পোড়ানোর এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নেদারল্যান্ডস সরকারের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সুইডেন ও ডেনমার্কে একাধিকবার কোরআন অবমাননার ঘটনা হয়। এক পর্যায়ে সুইডেনের ন্যাটো সদস্য পদ প্রাপ্তিতে ভেটো দেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
বিভি/টিটি
মন্তব্য করুন: