নাইজার থেকে রাষ্ট্রদূত ও দেড় হাজার সেনা প্রত্যাহার করলো ফ্রান্স

নাইজারে সামরিক অভ্যুত্থান পরবর্তী ফ্রান্স বিরোধী ব্যাপক বিক্ষোভ ও চাপের মুখে অবশেষে রাষ্ট্রদূত ও প্রায় দেড় হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
রবিবার স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ম্যাখোঁ জানান, নাইজারে নিযুক্ত ফ্রান্সের অ্যাম্বাসেডরসহ দূতাবাস কর্মীরা আগামী কয়েক ঘন্টার মধ্যে দেশে ফিরবেন। দুই দেশের মধ্যে সামরিক সহায়তা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে আরও জানান, নাইজারে ফ্রান্সের সামরিক ঘাঁটি থেকে সব সেনা সদস্য এ বছরই ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।
এতে মধ্য আফ্রিকার সাহিল অঞ্চলে জঙ্গি দমন অভিযান চরমভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নাইজারে সামরিক অভ্যুত্থান হয় গত ২৬ জুলাই। প্রেসিডেন্ট ম্যাখোঁ এতে সমর্থন না দিয়ে নিন্দা জানানোয় দূতাবাসের সব কর্মী ও সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করতে বলে অভ্যুত্থানকারীরা।
এরপর শুরু হয় ফ্রান্স বিরোধী ধারাবাহিক বিক্ষোভ। দূতাবাস ও সামরিক ঘাঁটির ঘিরে অবস্থান নেয় অভ্যুত্থান সমর্থকরা। গত সপ্তাহে সামরিক ঘাঁটি অবরুদ্ধ করে জুমার নামাজও আদায় করেন বিক্ষোভকারীরা।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: