পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে কসোভোর সেই গির্জা দখলমুক্ত

পুলিশের রুদ্ধশ্বাস অভিযান ও ব্যাপক গোলাগুলির পর সন্ত্রাসীদের দখলমুক্ত হলো সার্বিয়া সীমান্তবর্তী কসোভোর একটি গির্জা। নিহত হয়েছে তিন হামলাকারীসহ চার জন। আত্মসমর্পণ করেছে ৩০ অস্ত্রধারী।
এই হামলা ও হতাহতের ঘটনায় প্রতিবেশী সার্বিয়াকে দোষারোপ করেছেন কসোভোর প্রধানমন্ত্রী আলবেনি কুর্তি। পাল্টা বক্তব্যে কসোভোর বিরুদ্ধে উসকানির অভিযোগ তুলেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিক।
আলবেনীয় বিদ্রোহীদের সাথে সরকারের শান্তি আলোচনা থমকে থাকার গত কয়েক বছরের মধ্যে এ ধরণের হামলা ও হতাহতের ঘটনা দেখেনি কসোভোবাসী। স্থানীয় সময় রবিবার রাত তিনটায় সার্বিয়া সীমান্ত লাগোয়া কসোভোর বানজস্কা গ্রামের একটি অর্থোডক্স গির্জা দখলে নেয় একদল অস্ত্রধারী।
হ্যান্ড গ্রেনেড, রকেট ও স্বয়ংক্রিয় অস্ত্রের হামলায় শুরুতেই এক পুলিশ নিহত হয়। সন্ত্রাসীদের অবস্থান ঘিরে দিনভর অভিযান চলে। রাতে অভিযানের সমাপ্তি ঘোষণা করে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দের দাবি করে পুলিশ বিভাগ। ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে সার্বিয়া থেকে আলাদা হয় কসোভো।
তবে, কসোভোর স্বাধীনতাকে অস্বীকার করে কট্টর অবস্থান ধরে রেখেছে আলবেনীয় বিদ্রোহীরা।
মন্তব্য করুন: