• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যে কারণে দলে দলে কারাবাখ ছাড়ছে আর্মেনীয়রা

প্রকাশিত: ১৬:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
যে কারণে দলে দলে কারাবাখ ছাড়ছে আর্মেনীয়রা

ছবি: ক্লিক অন

পরাজয়ের পর দলে দলে কারাবাখ ছাড়ছে আর্মেনীয়রা। পরিস্থিতি আলোচনায় আজ সোমবার আজারবাইজান প্রেসিডেন্ট ইলহান আলিয়েভের সাথে সাক্ষাৎ করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বিরোধপূর্ণ নাগার্নো কারাবাখ ছেড়ে আর্মেনিয়ায় পালিয়ে যাচ্ছেন হাজার হাজার জাতিগত আর্মেনীয়রা। আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখন্ড বলে স্বীকৃত হলেও কারাবাখ অঞ্চলটির নিয়ন্ত্রণ ছিলো আর্মেনীয় বিচ্ছন্নতাবাদীদের হাতে। তবে গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ২৪ ঘন্টার সামরিক অভিযানে পরাজিত হয়ে যুদ্ধবিরতি ও আত্মসমর্পন করতে বাধ্য হয় আর্মেনীয় বাহিনী।

কারবাখে প্রায় ১ লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয় বাস করে। তবে অঞ্চলটির আর্মেনীয় নেতৃত্ব জানিয়েছে এ পরিস্থিতিতে তারা আর আজারবাইজানের অংশ হয়ে থাকতে চান না। নিপীড়ন ও জাতিগত নিধনের ভয়ে প্রায় সবাই আর্মেনীয়া চলে যেতে চায়।

যদিও আজারবাইজান কর্তৃপক্ষ দাবি করেছে তারা জাতিগত আর্মেনীয়দের নিরাপত্তা দিতে ইচ্ছুক তবুও সোমবার ভোর পর্যন্ত প্রায় তিন হাজার শরনার্থী আর্মেনিয়ায় প্রবেশ করেছে।

আর্মেনীয় সরকার বলছে তারা শরনার্থীদের চাপ নিতে প্রস্তুত। এদিকে একদিনের সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সোমবার বৈঠকে বসবেন আজারবাইজান প্রেসিডেন্ট ইলহান আলিয়েভের সাথে। সূত্র: রয়টার্স

বিভি/এমআর

মন্তব্য করুন: