• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছেলেসহ উড়োজাহাজ দুর্ঘটনায় ভারতীয় ধনকুবের নিহত

প্রকাশিত: ১২:১৮, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
ছেলেসহ উড়োজাহাজ দুর্ঘটনায় ভারতীয় ধনকুবের নিহত

ভারতীয় ধনকুবের হারপাল রণধাওয়া ছবি সংগৃহীত

জিম্বাবুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় ছেলেসহ ভারতীয় ধনকুবের হরপাল রণধাওয়া নিহত হয়েছেন। এসময় তার ছেলে আমের রণধাওয়াও নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

গত ২৯ সেপ্টেম্বর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ছয় আরোহীর সবাই নিহত হন। 

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, হরপাল একজন খনি ব্যবসায়ী ছিলেন। রিওজিম নামের খনি কোম্পানির মালিক ছিলেন হরপাল। কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে। পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে।

খবরে বলা হয়েছে, জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে ব্যক্তিগত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ছিলেন হরপাল। হরপালের ২২ বছর বয়সি ছেলে আমের একজন পাইলট ছিলেন। তবে তিনি ওই সময় উড়োজাহাজ চালাচ্ছিলেন না।

খবরে বলা হয়, উড়োজাহাজটিতে হরপাল, তাঁর ২২ বছর বয়সী ছেলে আমেরসহ মোট ৬ জন আরোহী ছিলেন। জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুরওয়া হীরার খনিতে যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

হরপালের বন্ধু চলচ্চিত্রনির্মাতা হোপওয়েল চিনোনো এক্সে (সাবেক টুইটার) এই দুর্ঘটনা নিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, উড়োজাহাজ দুর্ঘটনায় হরপাল, তাঁর ছেলেসহ ছয়জনের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। হরপালের ছেলেও একজন পাইলট ছিলেন। তবে এই দুর্ঘটনার সময় তিনি বিমান চালাচ্ছিলেন না।

বিভি/এইচএস

মন্তব্য করুন: