• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুক্তরাষ্ট্রে ছুরি হামলা: দুই শিশুসহ নিহত ৪

প্রকাশিত: ১৩:৫৪, ৪ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে ছুরি হামলা: দুই শিশুসহ নিহত ৪

ছবি: ট্যাগ টুয়েন্টি ফোর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘরের ভেতরে ছুরিকাঘাতে খুন করা হয়েছে দুই শিশুসহ চারজনকে। গুলিতে নিহত হওয়ার আগে ছুরিকাঘাতে দুই পুলিশসহ তিনজনকে আহত করেছে হামলাকারী। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারী। পুলিশ জানিয়েছে, ৩৮ বছর বয়সী হামলাকারীর নাম কোর্টনি গর্ডন।

স্থানীয় সময় রবিবার ভোরে একটি ফোনকলের সূত্র ধরে কুইন্সের ঘটনাস্থলে যায় টহল পুলিশ। সেসময় একটি বাড়ি থেকে লাগেজ নিয়ে সন্দেহভাজন একজনকে পালানোর প্রস্তুতি নিতে দেখলে গতিরোধ করেন পুলিশ সদস্যরা। পরে ওই ব্যক্তির ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন।

ওই বাড়ির বাইরে পড়ে থাকা ১১ বছর বয়সী রক্তাক্ত এক মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় সে। ঘরের ভেতর থেকে ১২ বছরের এক ছেলে, ৪৪ বছরের এক নারী ও ৩০ বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আর ৬১ বছর বয়সী আহত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক ছুরিকাঘাতে আহত ওই নারীর অবস্থাও আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, রোমহর্ষক এই হত্যাকাণ্ডের কারণ পারিবারিক কলহ। সূত্র: এপি

বিভি/এমআর

মন্তব্য করুন: