• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হজ মৌসুমে সৌদির বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত: ১৬:০৩, ১১ মে ২০২৫

আপডেট: ১৬:০৪, ১১ মে ২০২৫

ফন্ট সাইজ
হজ মৌসুমে সৌদির বিস্তৃত কর্মপরিকল্পনা

ছবি: ফাইল ফটো

আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ মৌসুমে বৃহত্তম ও বিস্তৃত কর্মপরিকল্পনা চালু করেছে সৌদি আরব। শনিবার (১০ মে) এ তথ্য জানিয়েছে দেশটি। গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীর এই পরিকল্পনায় ১২০টি উদ্যোগ এবং ১০টি স্মার্ট ট্র্যাক যুক্ত করা হয়েছে। এছাড়াও, এই পরিকল্পনায় হজের মধ্যপন্থী বার্তা বিশ্বজুড়ে একাধিক ভাষায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাতটি বিশেষায়িত ট্র্যাককে উন্নত করা হয়েছে। 

এতে ৫০টি বৈজ্ঞানিক কর্মসূচিও অন্তর্ভুক্ত রয়েছে এবং হজযাত্রীদের সেবায় দুই হাজারেরও বেশি প্রশিক্ষিত সৌদি কর্মী মোতায়েন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম বিষয়ক সভাপতি শেখ ড. আব্দুল রহমান আল সুদাইস বলেন, সৌদি আরব দুই পবিত্র মসজিদের দর্শনার্থীদের সেবা প্রদানের জন্য প্রস্তুত। তিনি এবার ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হজপ্রত্যাশীদের একটি বিশেষ হজ অভিজ্ঞতা প্রদানের কথাও বলেন। সূত্র: গালফ নিউজ

বিভি/এমআর

মন্তব্য করুন: