• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাতারে জিসিসি সম্মেলনে নেতানিয়াহুর প্রতি তীব্র ক্ষোভ এরদোগানের

প্রকাশিত: ২০:০৭, ৫ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
কাতারে জিসিসি সম্মেলনে নেতানিয়াহুর প্রতি তীব্র ক্ষোভ এরদোগানের

ছবি: রয়টার্স

কাতারের রাজধানী দোহায় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসির সম্মেলন শুরু হয়েছে মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে। সেই সম্মেলনে উপস্থিত অতিথি এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদানের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী আসলে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলায় মেতেছেন। 

নেতানিয়াহুর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদানের মাধ্যমে নেতানিয়াহু গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। তিনি হয়তো ভাবছেন— যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন তার রাজনৈতিক ক্যারিয়ার নিরাপদ থাকবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তিনি আসলে জুয়া খেলছেন…গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং নিজের রাজনৈতিক ক্যারিয়ার— উভয়কে নিয়েই।’

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারেরও বেশি।

জিসিসি সম্মেলনের বক্তৃতায় এরদোয়ান বলেন, গাজায় অভিযানকালে ইসরায়েলি বাহিনী যা যা করেছে, সেগুলো একই সঙ্গে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত এবং অবশ্যই সেসব বিচারের আওতায় আনা উচিত। সূত্র: আলজাজিরা, আনাদোলু 

বিভি/এমআর

মন্তব্য করুন: