• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের অস্বীকৃতি: ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ১৪:১০, ২১ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৪:১১, ২১ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের অস্বীকৃতি: ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

ছবি: অ্যাজেন্সিয়া

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্বীকৃতি জানানোকে অগ্রহণযোগ্য বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দাবি, এবিষয়ে নিয়ে আন্তর্জাতিক কোন চাপ নেই।

জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম অধিবেশনে জাতিসংঘ মহাসচিব দুই রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। বলেন, এভাবে সমাধানে আসতে না পারলে দীর্ঘমেয়াদী অস্থিরতা ও সহিংসতার চক্র থেকে বের হতে পারবে না মধ্যপ্রাচ্য। যা বৈশ্বিক শান্তিতে হুমকি তৈরি করে সন্ত্রাসবাদ উসকে দেবে। উগান্ডার কাম্পালায় অনুষ্ঠিত সম্মেলনে তিনি গাজায় ইসরায়েলের বেপরোয়া অভিযানের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। চরম ক্ষোভ জানান, জাতিসংঘের ১৫২ কর্মীসহ ব্যাপক হারে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায়।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব আগেই নাকচ করা নেতানিয়াহু বলেছেন, এটি ইসরায়েলের নিরাপত্তার সাথে সাংঘর্ষিক। স্পষ্ট জানিয়ে দেন, এবিষয়ে যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক বিশ্বের কোন চাপ নেই। তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ ফিলিস্তিনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা আছে।

এদিকে, ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে শরণার্থী শিবির ও বেসামরিক অবস্থানে বর্বর হামলায় ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। তিন মাসের বেশি সময় ধরে চলা নৃশংস হামলায় এপর্যন্ত ২৪ হাজার পাঁচশ'র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার সেনারা।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2