• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানে সরকার গঠন, যা বললেন আইয়ুব খানের নাতি

প্রকাশিত: ২০:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
পাকিস্তানে সরকার গঠন, যা বললেন আইয়ুব খানের নাতি

ছবি: ওমর আইয়ুব খান

নির্বাচনের ১০ দিন পেরিয়ে গেলেও পাকিস্তানে এখন পর্যন্ত সরকার গঠন করতে পারেনি কোনো রাজনৈতিক দল কিংবা জোট। এই টানাপোড়েনের মাঝে কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী আইয়ুব খানের নাতি ওমর আইয়ুব খান সরকার গঠন প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন পাকিস্তানে সরকার গঠন করবে পিটিআই।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান একথা বলেছেন। এ সময় গত কয়েক মাস ধরে দলের নেতাকর্মীদের উপর আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর ধরপাকড় ও দমনপীড়ন অভিযানের তীব্র সমালোচনা করেছেন তিনি।

ওমর আইয়ুব খান বলেছেন, এমনকি এখনও পুলিশ আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে চাপ দিচ্ছে। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয়। তারা নিজেদের সীমা অতিক্রম করেছে।

তিনি আরও বলেন, কেন্দ্র ও প্রদেশে সরকার গঠন করবে পিটিআই। পিটিআইয়ের এই নেতা বলেন, দেশের জনগণ ইমরান খানকে চায়। জনগণের ম্যান্ডেট মেনে নিতে তিনি দেশটির অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন।

ওমর আইয়ুব বলেছেন, এই দলগুলো ৪০টি আসনও জিততে পারেনি। তাদের এবং অন্য সবাইকে জনগণের কথা শুনতে হবে। দেশের জনগণ ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়েছে এবং তারা সুন্দর পাকিস্তান চায়।

তিনি বলেন, দেশের ৩ কোটি মানুষ পিটিআই ও ইমরান খানকে ভোট দিয়েছে। কারণ তারাই পাকিস্তানকে এই মন্দা থেকে বের করে সঠিক পথে আনতে সক্ষম।

এদিকে, পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খান ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে রাওয়ালপিন্ডির এক নির্বাচন কমিশনার ভোট জালিয়াতির স্বীকারোক্তি দিয়ে পদত্যাগ করায় তার প্রশংসা করেছেন। এই ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন তিনি এবং একইসাথে তদন্তে পাওয়া ফলাফল জনগণের সাথে শেয়ার করারও আহ্বান জানান। সূত্র: দ্য ডন

বিভি/এমআর

মন্তব্য করুন: