• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

গাজায় ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১০০

প্রকাশিত: ১৪:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
গাজায় ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১০০

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার কেন্দ্রীয় অংশে অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে ভূখণ্ডটিতে ২৪ ঘণ্টায় নিহত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১০০।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার গাজা দিনভর বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হয় অন্তত ১৪০ ফিলিস্তিনি। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। রাফা শহরের বাড়িঘরে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। 

ফিলিস্তিনি মিডিয়া অভিস ইসরায়েলের আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার ২৩টি হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ১২টি হাসপাতাল আংশিকভাবে কাজ চালিয়ে নিলেও রোগীদের সেবা প্রদানে তা অপর্যাপ্ত। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2