• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গঙ্গাস্নানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২২

প্রকাশিত: ১৮:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
গঙ্গাস্নানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২২

ছবি: ডিএনএ ইন্ডিয়া

গঙ্গাস্নানে যাওয়ার পথে ট্রাক্টর-ট্রলি উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন ভারতের উত্তর প্রদেশে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশের বরাতে জানানো হয়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালের দিকে একদল তীর্থযাত্রী গঙ্গাস্নানের উদ্দেশে কেদারগঞ্জে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে রাজ্যের কাশগঞ্জ জেলার একটি এলাকায় তাদের বহনকারী ট্রাক্টর-ট্রলি উল্টে একটি পুকুরে পড়ে যায়। 

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহত তীর্থযাত্রীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারীও আছেন বলে জানিয়েছে পুলিশ। 

এ দুর্ঘটনার পর যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি টুইটে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র: এনডিটিভি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2