• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্যে কানাডার পার্লামেন্টে ভোট

প্রকাশিত: ১২:৩৬, ২০ মার্চ ২০২৪

আপডেট: ১৩:২৬, ২০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন কানাডার পার্লামেন্ট সদস্যরা। স্থানীয় সময় সোমবার (১৮ মার্চ) পার্লামেন্টের নিম্নকক্ষ, হাউস অব কমন্সে প্রস্তাবটির পক্ষে ২০৪ ভোট এবং বিপক্ষে ১১৭ ভোট পড়ে।

হাউস অফ কমন্সে বিরোধীদল নিউ ডেমোক্রেটিক পার্টি- এনডিপি উত্থাপিত এই প্রস্তাবটিতে মূলত কানাডাকে ‘ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার আহ্বান জানানো হয়েছে। পরে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন জানিয়ে প্রস্তাবে সংশোধনী আনতে রাজি হয় এনডিপি। 

আরও পড়ুন: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে কোনও আপস নয়: সৌদি আরব

এই প্রস্তাবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা, অবিলম্বে যুদ্ধবিরতি এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। 

ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিম পার্লামেন্টে প্রস্তাবটির উপর ভোটাভুটির এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় সংস্থাটি জানায়, ফিলিস্তিন ইস্যুতে কানাডার পার্লামেন্টে এমন প্রস্তাব পাস অটোয়ার অবস্থানে ঐতিহাসিক পরিবর্তনের আভাস। সূত্র: 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2