• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বহুল আলোচিত সামরিক সহায়তা বিল মার্কিন সিনেটে পাস

প্রকাশিত: ১৭:৪৩, ২৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বহুল আলোচিত সামরিক সহায়তা বিল মার্কিন সিনেটে পাস

ছবি: মার্কিন সিনেট (ফাইল ফটো)

বহুল আলোচিত ৯৫ বিলিয়ন ডলারের বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ইসরাইল, ইউক্রেন ও তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ার জন্যই এই বিল। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) ক্ষমতাসীন ও বিরোধীদের ব্যাপক সমর্থন নিয়ে বিলটি পাস হয়েছে। এতে বিলের পক্ষে ভোট দিয়েছেন ৭৯ জন সিনেটর এবং বিপক্ষে ভোট দিয়েছেন ১৮ জন। 

এর আগে গত শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদে এই বিলটি পাস হয়। এখন সিনেটের অনুমোদন লাভের ফলে বিলটিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। তিনি এতে সই করার পর সেটি আইনে পরিণত হবে। তখন ইসরাইল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিতে বাইডেন প্রশাসনের সামনে আর কোনো বাধা থাকবে না।

ইউক্রেনের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে ৬ হাজার ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে, ইসরাইলের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে দুই হাজার ৬০৪ কোটি ডলারের সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এর আওতায় ইসরাইলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, মানবিক কার্যক্রমে সহায়তা করবে জো বাইডেন প্রশাসন। সূত্র: বিবিসি
 

বিভি/এমআর

মন্তব্য করুন: