• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইসরাইলকে অস্ত্র সহায়তা

আবারও নিজ দলে চাপের মুখে বাইডেন

প্রকাশিত: ১৪:৫৬, ৫ মে ২০২৪

আপডেট: ১৪:৫৬, ৫ মে ২০২৪

ফন্ট সাইজ
আবারও নিজ দলে চাপের মুখে বাইডেন

ছবি: জো বাইডেন

ইসরাইলকে অস্ত্র সহায়তা দেয়া নিয়ে আবারও নিজ দল ডেমোক্রেটিক পার্টির চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ৮৮ ডেমোক্র্যাট সদস্য ইসরাইলের কাছে অস্ত্র বিক্রিতে স্থগিতাদেশ চেয়ে বাইডেনের কাছে চিঠি লিখেছেন। 

গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরাইল হামলা শুরু করলে, বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। তবে ইসরাইলের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। ইসরাইলকে কয়েক দফায় অস্ত্র সহায়তা দিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সদস্য বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে না।

তারা বাইডেনকে পাঠানো চিঠিতে লিখেছে, এই ধরনের সহযোগিতা গাজায় অব্যাহতভাবে ইসরাইলের মানবিক সহায়তাকে সীমিত করছে। গেলো ফেব্রুয়ারিতে গাজার মানবাধিকার রক্ষায় একটি স্মারকলিপিতে সই করে ইসরাইল।

স্মারকলিপি অনুযায়ী, ইসরাইল গাজায় ত্রাণ সহায়তায় বাধা দিতে পারবে না। কিন্তু ইসরাইল ত্রাণ সরবরাহে বাধা দিয়ে সেই আইন লঙ্ঘন করছে। তাই ইসরাইলের কাছে অস্ত্র সহায়তা স্থগিত করতে বাইডেনের কাছে আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাট সদস্যরা। এতে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন করে চাপে পড়লেন বাইডেন। সূত্র: 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2